হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, আপনার জানাজায় মাদ্রাসার বিশিষ্ট আলেম ও আইনবিদ, সুপ্রিম কাউন্সিলের সদস্যরা, ইরানের সংসদের কিছু সদস্য, আলেম, ছাত্র, রাষ্ট্র ও সামরিক প্রশাসক, জনগণ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, হযরত আয়াতুল্লাহ আলাভি গুরগানির মরদেহ ইমাম হাসান আসকারী (আ.) মসজিদ থেকে হযরত মাসুমা (আ.)-এর মাজারে নিয়ে আসা হয় এবং তারপর আয়াতুল্লাহ নূরে হামদানির নেতৃত্বে নামাজে জানাজা আদায় করা হয় এবং হযরত মাসুমা (সা.)-এর পবিত্র মাজারে দাফন করা হবে।